বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিল ‘আমরা করব জয়’ সংগঠন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২১, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইল চেয়ার  দিল ‘আমরা করব জয়’ সংগঠন

দিনাজপুরের ফুলবাড়ীতে আমরা করব জয় সমজা কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার সকাল ১০টার দিকে পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের প্রতিবন্ধী সালমা বেগমকে (৫৬ একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
এ সময় ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ, সদস্য শাকিল আহম্মেদ, প্রেমা দাস, অনন্য প্রামানিক, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, নূর নওশীন তাবাসসুম, জাকিরুল ইসলাম, জাহিদ হাসান, তনুশ্রী সরকার, আমিনুল ইসলাম আকাশ, নাঈম ইসলামসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী সামলা বেগম বলেন, হুইল চেয়ার পেয়ে আমি খুব খুশি। যে বাচ্চারা তাদের নিজেদের টাকা দিয়ে আমাকে হুইল চেয়ার কিনে দেওয়ার ফলে আমি এখন ঘরের বাইরে বের হতে পারবো এমন সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে দোয়া করি আল­াহ যেন তাদেরকে ভালো রাখেন।
সংগঠনের সভাপতি প্লাবন শুভ বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজি সংগঠন। বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়-য়া ছেলে-মেয়েদের সংগঠন। সামলা বেগমের হুইল চেয়ার কিন্তু সংগঠনের সদস্যদের মধ্যে কেউ টিউশনির অর্থ, কেউ টিফিনের অর্থ আবার কেউ মা-বাবার কাছে হাত খরচের নেওয়া অর্থ দিয়ে হুইল চেয়ারটি কেনা হয়েছে। সালমা বেগমকে হুইল চেয়ার দিতে পেওে সংগঠনের সদস্যরা নিজেকে গর্ববোধ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত