ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার কর্মচারী সংসদ নির্বাচনে জিএম জাকির হোসেন ৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন হামিদুর রহমান পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে শাহজাহান আলী মিস্টার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন মনসুর আলী। তিনি পেয়েছেন ২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন মামুন অর রশিদ। তিনি ভোট পেয়েছেন ২৫ ভোট।
পৌরসভা কার্যালয়ের বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মাসুদুর রহমান বাবু ফলাফল ঘোষণা করেন।
এর আগে কোষাধ্যক্ষ ও সদস্য পদে কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় নির্বাচিত হন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৯জন। ভোটাধিকার প্রয়োগ করেছে ৫৮ জন।