বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- বীরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে।
২ অক্টোবর ২০২১ শনিবার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে দলুয়া যুব সংঘ’র আয়োজনে দলুয়া সমাজ কল্যাণ সমিতি’র পৃষ্ঠপোষকতায় দলুয়া স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় ঠাকুরগাও পল্লী বীর স্পোর্টস সেন্টার একাদশ ১-৩ হারিয়ে গোলে বীরগঞ্জ ঝাড়বাড়ী এফ ডি এ একাদশ বিজয়ী হয়।চুড়ান্ত খেলা শেষে আলোচনা করেন দলুয়া সমাজ কল্যাণ সমিতি’র উপদেষ্টা আলহাজ্ব দেওয়ান আলী সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর -১( বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ষ্ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘মাদক সকল অপরাধের মা। কারণ মাদক থেকে সকল অপরাধের জন্ম নেয়’। তাই মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা চর্চা শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়। বীরগঞ্জ উপজেলার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষন ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই বীরগঞ্জ উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বক্তব্য শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ট্রফি বিতরণ শেষে উভয় দলের সাথে গ্রুপ ছবিতে অংশ নেন এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ।এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রবীন্দ্র নাথ গোবিন বর্মন, সাতোর আওয়ামী লীগের সভাপতি দধিনাথ রায়,সহ-সভাপতি মোঃজাকির হোসেন রাজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযুষ, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী,সাবেক সভাপতি মাজেদুর রহমান মাজেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজা মোঃ তৌফিক, সদস্য তোফাজ্জল হোসেন,বিকাশ ঘোষ,রনজিৎ সরকার রাজ,আব্দুল জলিল,কার্তিক ব্যানার্জী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সাবেক সভাপতি মো. আব্দুল হাই, এবিবি ব্রিকস’র পরিচালক মো. আব্দুল বাসেদসহ বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।