বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি – ১৬ জুলাই ২০২১ শুক্রবার বিকেলে বীরগঞ্জ
উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুর -১(বীরগঞ্জ-
কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।এসময় তিনি ২৩ টি মসজিদ প্রতি ৪০
হাজার, ২ টি মন্দির প্রতি ৩৫ হাজার , ৩ টি শ্মশান প্রতি ৩৫ হাজার, ৫ টি গীর্জা প্রতি ৪০
হাজার, ২ টি কবরস্থান প্রতি ৫০ হাজার, ৪ টি ঈদগাহ মাঠ প্রতি ৫০ হাজার, ৮ টি মাদ্রাসা
প্রতি ৬০ হাজার সহ ৪৭ টি ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বমোট ২০ লক্ষ ৭৫ হাজার টাকার চেক
বিতরণ করেন। এসময় মরিচা ইউনিয়নের বিভিন্ন মসজিদ উন্নয়নে মরিচা ইউপি চেয়ারম্যান
আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর নিজস্ব অর্থায়নে ১১টি মসজিদে ১ লাখ ১৫ হাজার নগদ
অর্থ বিতরন করা হয়। প্রধান অতিথি এমপি গোপাল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো
এবং সংস্কারকল্পে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই অনুদান প্রতিষ্ঠানগুলিকে আরো সমৃদ্ধ
করবে। ধর্ম একটি উপলব্ধির বিষয়। ধর্মকে যারা ধারণ করে, যারা প্রকৃত অর্থে ধর্মপ্রাণ, তারা
কখনও ধর্মকে নিয়ে ব্যবসা করে না, ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে না।
যারা কেবল মাত্র মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে প্রতারণার জন্য ধর্মকে ব্যবহার করে তারা
প্রকৃত অর্থে ভন্ড। কাজেই আজকে আমাদের বিভাজন করতে হবে কে প্রকৃত অর্থে ধর্মপ্রাণ
এবং কে ধর্মান্ধ। কারণ ধর্মান্ধদের মধ্যে কোন মানবতা থাকেনা। মরিচা ইউনিয়নের চেয়ারম্যান
আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি
আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর,
দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন। অনুষ্ঠানের সভাপতি
আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন, এই এলাকার মাটি ও মানুষের নেতা এমপি গোপাল এর
ঐক্লান্তিক প্রচেষ্টায় ও ধর্ম সচিবের একান্ত সহযোগীতায় অত্র ইউনিয়নের ধর্মীয়
প্রতিষ্ঠানগুলো এই অনুদান পেয়েছে। এছাড়াও গত ১৫ দিন পূর্বে ধর্ম মন্ত্রণালয়ের আওতায়
এলাকার ১০ টি পূজা মন্ডবে ১১ হাজার করে ১ লক্ষ ১০ হাজার ও ৪টি অসহায় পরিবারের মাঝে ডাচ
বাংলা ব্যাংকের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময়
মরিচা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ,অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রধানগন সহ স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে
বস্ত্র বিতরণ
বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল
আজহা উপলক্ষ্যে শতাধিক দরিদ্র অসহায় নারী -পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
১৬ জুলাই বিকেল ৪ টায় উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া স্কুল এন্ড কলেজের হলরুমে উল্লেখিত
মহতি উদ্যোগের আয়োজক সাতোর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক, দলিল লেখক সমিতির
সভাপতি ও দলুয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি পদ্ম নাথ রায়ের নিজস্ব