বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বোচাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭টি কিশোর কিশোরী ক্লাবকে খেলনা সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরন করা হয়েছে।
অাজ ৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে বোচাগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কার্যালয়ে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত ১লাখ ৩০ টাকা ব্যয়ে ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মোট ৭টি ক্লাবে হারমনিয়াম, তবলা, ক্যারাম বোর্ড, দাবা, লুডু সামগ্রী ক্লাবের জেন্ডার প্রমোটার, আবৃতি ও সাংস্কৃতিক শিক্ষকদের হাতে তুলে দেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভেকেট জুলফিকার হোসেন। এসময় বোচাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।