ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের মাতা সুলতানা রাজিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। তিনি শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ কাদশুকা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মারা যান। তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। মরহুমার নামাজে যানাজা রাত ৯ টায় বাড়ির পাশের গোরস্থানে অনুষ্ঠিত হয়ে সেখানেই দাফন করা হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও প্রেস ক্লাব, বালিয়াডঙ্গী প্রেস ক্লাবসহ সংবাদর্মীগন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।