ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আলোক প্রজ্জ্বলন ও মিছিল করেছে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল ও আলোক প্রজ্জ্বলন অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,ছাত্রলীগের সভাপতি কিবরিয়া আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।