মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি:
“ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।
৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় এই প্রচারণা চালান ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক শাখা।
এসময় বক্তব্য দেন, হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ,ঠাকুরগাঁও ট্রাফিক শাখার ইনচার্জ হারুন আল মাসুদ সরকার, হরিপুর থানা ওসি তদন্ত আমিরুল ইসলাম, এসআই রাকিব,এস আই সাজেদুল প্রমূখ। পরে যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিক আইন মনে চলা, হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য বেশকিছু মটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷