বুধবার , ২৭ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনে ছয় চা কারখানায় প্রশাসনের জরিমানা পঞ্চগড়ে চা কারখানা মালিকদের সিন্ডিকেটে পিষ্ট ক্ষুদ্র চা চাষিরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৭, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি \ উত্তরের সমতলের চা অঞ্চল পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষিদের অবস্থা এখন খুবই নাজুক। ক্রমাগত লোকসানের কারণে এখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কারখানায় কাঁচা পাতা দিয়ে তাদের উৎপাদন খরচও উঠছে না। জেলার চা কারখানা মালিকরা সিন্ডিকেট করে মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে কাঁচা চা পাতা কিনছে। এতে করে নতুন বাগান করার সিদ্ধান্ত থেকে সরে আসছেন অনেকেই। তবে চা চাষিদের স্বার্থে কমিটি নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এবার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গত দু’দিনে জেলা কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক ধার্যকৃত মূল্যে চা পাতা না কেনার অপরাধে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার ভ্রাম্যমান আদালত ৬টি চা কারখানাকে অর্থদন্ড করেছে। এ অভিযানকে স্বাগত জানিয়েছে চা চাষিরা।
কমিটি নির্ধারিত মূল্যে কাঁচা চা পাতা ক্রয় না করার অপরাধে গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মরগ্যান টি ফ্যাক্টরী ও সাজেদা-রফিক টি ফ্যাক্টরীকে যথাক্রমে ১২ হাজার ও ৫ হাজার টাকা অর্থদন্ড করে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক। এর আগের দিন সোমবার বিকেলেও সদর উপজেলা মৈত্রী টি ফ্যাক্টরী ও নর্থ বেঙ্গল টি ফ্যাক্টরীকে মোট ১১ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের সুরমা এন্ড পূর্নিমা টি ফ্যাক্টরী ও রয়েল টি ফ্যাক্টরীকে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। অর্থদন্ডের পাশাপাশি কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্যও সতর্ক করে দেয়া হয়। এ সময় চা বোর্ডের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুনসহ উপজেলা প্রশাসন ও চা বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কমিটি নির্ধারিত মূল্যে কাঁচা চা পাতা ক্রয়ের জন্য প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলেও সিন্ডিকেট ভাঙছে না চা কারখানা মালিকদের। গতকাল বুধবারও তারা সর্বোচ্চ ১৫ টাকা কেজি দরে কাঁচা চা পাতা কিনেছে এবং কারখানায় আনা চা পাতার ওজন থেকে শতকরা ২০-২৫ ভাগ কর্তন করেছে বলে অভিযোগ করেছেন চা চাষিরা। নাম প্রকাশ না করার শর্তে একজন চা চাষি জানান, এত কম টাকার জরিমানা কারখানা মালিকদের কিছু আসে যায় না। তারা সিন্ডিকেট করে অতিরিক্ত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসন কারখানাগুলোকে কোনভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। কমিটির সিদ্ধান্ত না মানলে বেশি পরিমান টাকা জরিমানা ও লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিলেই কেবলমাত্র কারখানা মালিকরা নির্ধারিত দামে কাঁচা চা পাতা ক্রয়ে বাধ্য হবে। এতে করে কিছুটা হলেও উপকৃত হবে ক্ষুদ্র চা চাষিরা।
চলতি মৌসূম শুরু হওয়ার পর জেলা কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় সকল পক্ষের সম্মতিক্রমে প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ১৮ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু সিদ্ধান্তকে উপেক্ষা করে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে চা পাতা ক্রয় করছে। এছাড়া কারখানায় আনা পাতার ওজন থেকে শতকরা ২০-২৫ ভাগ কর্তন করার জন্য চা বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে ক্ষুব্ধ চা বাগান মালিকরা বিভিন্ন সময় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল চা কারখানায় অভিযান পরিচালনা করা হবে। আমরা চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এ জন্য নিয়মিত সব কারখানায় তদারকি করা হচ্ছে। যেসব কারখানা মালিক নির্ধারিত মূল্যে চা পাতা ক্রয় করবেনা তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সুধি সমাবেশে নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর

দিনাজপুরের চিরিরবন্দরে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘন্টা পর আত্রাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

বালিয়াডাঙ্গীতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা

ঐতিহ্য’র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জনবল সংকটে সঠিক ভাবে সেবা দিতে পারছিনা রাণীশংকৈলে আইনশৃংখলা কমিটির সভায় ওসি

আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল

পীরগঞ্জে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক

সংবাদ সম্মেলনে-অসহায় মা বাবা‘র আকুতি আমার মেয়েকে একবার দেখতে দাও, মেয়ে ঈষা বেঁচে আছে, না মেরে ফেলেছে আমরা জানিনা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর শহর কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

রাণীশংকৈলে ভুমি সেবা সপ্তাহের উদ্ভোধন !