বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেটসহ মোঃ আবদুর রাকিব (২৪)নামে যুবক কে আটক করেছে পুলিশ। মোঃ আবদুর রাকিব দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বহবল দিঘী গ্রামের মোঃ আবদুর রশিদের ছেলে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় পৌরশহরের পোষ্ট অফিস মোড়স্থ আদর্শপাড়া এলাকায় একটি বাড়ীতে অভিযান চালিয়ে রাকিব কে আটক। বীরগঞ্জ থানার এসআই মোঃ তহিদুল ইসলাম জানান, শিবিরের আস্তানা রয়েছে এবং সেখানে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বিকেলে থানার এসআই তহিদুল ইসলাম, মমিনুল ইসলাম, রাজেকুল ও এএসআই সুদান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স পৌরশহরের পোষ্ট অফিস মোড় আর্দশ পাড়া এলাকায় একটি বাড়ীতে অভিযান চালায়। ঘন্টাব্যাপী তল্লাশী চালিয়ে অভিযানের বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেটসহ রাকিব কে আটক করা হয়। বাড়ীতে চারজন মিলে বসবাস করলেও পুলিশের অভিযান টের পেয়ে ৩জন পালিয়ে যায়।বাড়ীর মালিক মোঃ আবদুল মজিদের ছেলে মোঃ আনোয়ার হোসেন এবং তিনি সিলেটে বসবাস করেন বলে জানিয়েছে প্রতিবেশীরা। এখানে রাতে এবং দিনে বিভিন্ন ধরণের মানুষ যাতায়াত করতে বলে তারা আরও জানিয়েছেন।বীরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শিবির নেতাকে জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে। সেখানে কি ধরণের পরিকল্পনা হতো এবং কাদের যাতায়াত ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন,যাহার মামলা নং ৬, তারিখ ৮.১০.২০২১।