শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আইন শৃংখলা এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানি রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান শহিদ হোসেন, জিয়াউর রহমান, প্রমূখ। সভায় সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও