শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রি বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৮, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ উদ্যোগে ঈদ উপহারসামগ্রি করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় শহরের চাউলিয়াপট্টি নুরানী মাদরাসা মাঠে ঈদ উপহারসামগ্রি গরিব অসহায় মানুষের হাতে তুলে দেন দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
ঈদ উপহারসামগ্রি বিতরণের সময় জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি আস্করপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির বর্তমান সদস্য মোস্তফা কামাল মিলন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহিন খান, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, রবিউল আলম শামীম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শামিম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল দেওয়ানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত