পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের ৩য় তলা চক্ষু ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে এ হাসপাতালের চক্ষু ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের ট্রাষ্টী জাহিদুর রহমান জাহিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, মোবারক আলী চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি ও পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সাধারন সম্পাদক ট্রাষ্টী ইমদাদুর রহমান, সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, ট্রাষ্টের সদস্য গোলাম রব্বানী, মোজাহারুল ইসলাম, আব্দুল মান্নান, রুহুল আমীন, মোকাদ্দেস হায়াত মিলন। মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সাধারন সম্পাদক ট্রাষ্টী ইমদাদুর রহমান জানান, এখন পর্যন্ত এ হাসপাতাল থেকে প্রতি শুক্রবার ও শনিবার চক্ষু রোগিদের শুধু মাত্র সাধারন চিকিৎসা ও মেশিনের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে হাসপাতালে আগত রোগিদের প্রতিদিন চক্ষু চিকিৎসা ও অপারেশন থিয়েটারসহ অন্যান্য সুবিধা প্রদানের লক্ষে নানা প্রদক্ষেপ চলমান রয়েছে। উল্লেখ্য এ অঞ্চলের গরীব অসহায় মানুষের চক্ষু সেবা প্রদানের লক্ষে মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের উদ্যোগে উপজেলা চাপোড় গ্রামে ২০২০ সালের নভেম্বর মাসে এ হাসপাতালের স্বল্প মূল্যে চক্ষু সেবা প্রদান কার্যক্রম চালু হয়।