সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১১, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের শতভাগ ভাতার আওতায় আনা হয়েছে। উপজেলায় ৩ ক্যাটাগরীতে ১৭ হাজার নয়শত সাতানব্বই জন এসব ভাতার আওতায় এসেছে। এর মধ্যে চলতি মাসে নতুন ৪ হাজার নয়শত পনেরো এবং পুরাতন ১৩ হাজার ৮২ জন।
বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা যায়, গেল আগস্ট মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলাকে শতভাগ ভাতার আওতায় নিয়ে আসার জন্য অনলাইনে দরখাস্ত আহŸান করা হয়। একমাস ১০ দিনে উপজেলার ৮ ইউনিয়ন থেকে ৩ হাজার একশত ৪২ জন বিধবা ও স্বামী নিগৃহীতা এবং ২ হাজার চারশত ৪৫ জন বয়স্ক ভাতার জন্য আবেদন করেন।
অনলাইনে সম্পন্ন করা আবেদনের প্রেক্ষিতে বয়স্ক ভাতা শতভাগ অনুমোদন হয়েছে। বরাদ্দ সংকুলান থাকায় বিধবা ও স্বামী নিগৃহীতা ৬৭২ জনকে অপেক্ষামান রেখে বাকী ২ হাজার ৪৭০ জন ভাতাভোগীর নাম চূড়ান্ত হয়েছে। বরাদ্দ এলেই মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ভাতা প্রদান শুরু হবে।
এর আগে থেকে উপজেলায় বয়স্ক ভাতা ৬ হাজার দুইশত ৬৬ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ৩ হাজার চারশত ২৭ জন এবং প্রতিবন্ধী ৩ হাজার ৩৮৯ জন সুবিধাভোগী ভাতা পাচ্ছেন। বয়স্ক ও বিধবা ও স্বামী নিগৃহীতার সুবিধাভোগীরা প্রতি মাসে ৫০০ টাকা এবং প্রতিবন্ধী সুবিধাভোগীরা মাসে ৭৫০ টাকা হারে বৎসরে ৪ চার কিস্তিতে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে এসব ভাতার টাকা পাচ্ছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার বলেন, অনলাইনে সফল ভাবে আবেদন করা সকলকে ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। নতুন সুবিধাভোগীদের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতার ভাতা পেতে কোন ধরণের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রেলপথের অপমৃত্যু,  ৭১৩ কোটি টাকার অপচয়

রেলপথের অপমৃত্যু, ৭১৩ কোটি টাকার অপচয়

বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রবিউল ইসলাম সবুজ- সম্পাদক রুমী

মোটর মালিক সমিতির সম্পাদক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পার্বতীপুর থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ড্রইং স্কুল দিনাজপুর শুধু একটি ছবি আঁকার বা শিল্প চর্চার প্রতিষ্ঠান নয়-এটি একটি মানবিক আন্দোলনের অংশ

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর -হুইপ ইকবালুর রহিম

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

নবাবগঞ্জে সেলাই প্রশিক্ষণের সমাপনী

ঠাকুরগাঁও সুগার মিল ঋণের বোঝা নিয়ে মাড়াই কাজ চলছে ।

দিনাজপুরে ইয়াবা ও এমকেডিলসহ মাদককারবারি আটক

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময়