ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের শতভাগ ভাতার আওতায় আনা হয়েছে। উপজেলায় ৩ ক্যাটাগরীতে ১৭ হাজার নয়শত সাতানব্বই জন এসব ভাতার আওতায় এসেছে। এর মধ্যে চলতি মাসে নতুন ৪ হাজার নয়শত পনেরো এবং পুরাতন ১৩ হাজার ৮২ জন।
বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা যায়, গেল আগস্ট মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলাকে শতভাগ ভাতার আওতায় নিয়ে আসার জন্য অনলাইনে দরখাস্ত আহŸান করা হয়। একমাস ১০ দিনে উপজেলার ৮ ইউনিয়ন থেকে ৩ হাজার একশত ৪২ জন বিধবা ও স্বামী নিগৃহীতা এবং ২ হাজার চারশত ৪৫ জন বয়স্ক ভাতার জন্য আবেদন করেন।
অনলাইনে সম্পন্ন করা আবেদনের প্রেক্ষিতে বয়স্ক ভাতা শতভাগ অনুমোদন হয়েছে। বরাদ্দ সংকুলান থাকায় বিধবা ও স্বামী নিগৃহীতা ৬৭২ জনকে অপেক্ষামান রেখে বাকী ২ হাজার ৪৭০ জন ভাতাভোগীর নাম চূড়ান্ত হয়েছে। বরাদ্দ এলেই মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ভাতা প্রদান শুরু হবে।
এর আগে থেকে উপজেলায় বয়স্ক ভাতা ৬ হাজার দুইশত ৬৬ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ৩ হাজার চারশত ২৭ জন এবং প্রতিবন্ধী ৩ হাজার ৩৮৯ জন সুবিধাভোগী ভাতা পাচ্ছেন। বয়স্ক ও বিধবা ও স্বামী নিগৃহীতার সুবিধাভোগীরা প্রতি মাসে ৫০০ টাকা এবং প্রতিবন্ধী সুবিধাভোগীরা মাসে ৭৫০ টাকা হারে বৎসরে ৪ চার কিস্তিতে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে এসব ভাতার টাকা পাচ্ছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার বলেন, অনলাইনে সফল ভাবে আবেদন করা সকলকে ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। নতুন সুবিধাভোগীদের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতার ভাতা পেতে কোন ধরণের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।