সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর -হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৯, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর। যা ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশের সুফল পাবে এদেশের মানুষ। শেখ হাসিনা এদেশের মানুষের কল্যান করতেই বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।
তিনি বলেন, অভিভাবকদের কষ্ট দুর করার জন্য বছরের পহেলা দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যাতে করে শিক্ষার্থীরা ভালভাবে পড়াশোনা করে দেশের সুনাম বয়ে আনে।
তিনি আরও বলেন, করোনার ভয়াবহ মহামারিতে দেশের মানুষ যখন যন্ত্রনায় ভুগছিল। ঠিক তখই বঙ্গবন্ধু কন্যার পরিকল্পনায় রক্ষা পেয়েছে বাংলাদেশের মানুষ। তিনি মানুষের জীবন বাচানোর জন্য বিনামুল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। আল্লাহ’র রহমতে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা কম হয়েছে। বিশ্বের অনেক দেশেই লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। তিনি আবারও উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সে জন্য নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
৮ অক্টোবর রোববার ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃমমিনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন, বেলুন উড়িয়ে উদ্বোধন ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল ব্যাপারীর দাফন সম্পন্ন

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা

বীরগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আটোয়ারীতে আল্লাহ ও বিশ্বনবী সম্পর্কে কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী চম্পটঃ ৯৯৯- এ ফোন করেও সেবা পায়নি অভিযোগকারীরা

আটোয়ারীতে ৪৩ বছর ইমামতির পর অবসরজনিত বিদায় সংবর্ধনা

হরিপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গড়েয়া হাটে জমে উঠেছে সুপারির ব্যবসা !

দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমি ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চায় আকতার হোসেন