ঠাকুরগাঁও: দেবতাকে ভালবেসে ভক্তদের উৎসর্গ করা দেবত্তোর সম্পত্তি সারাদেশে বেশির ভাগ মন্দিরগুলোর বেদখল হয়ে গেছে। এ সম্পদ পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন আইন হচ্ছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সাংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জনশীল গোপাল।
রবিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত মঠ, মন্দির ও দুস্থ্যদের মাঝে আর্থিক অনুদান চেক প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তিনি জানান, দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে আমিসহ ট্রাষ্ট্রের কয়েকজন প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি উপস্থাপন করলে তিনি একটি খসড়া বিল প্রণয়ন করে মন্ত্রী পরিষদে জমা দিতে বলেন। আমরা বিলটি তৈরী করে জমা দিয়েছি। তিনি বলেন সংসদে এটি আইন হিসেবে অল্প সময়ের সময়ের পাশ হবে।
প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের মাধ্যমে হিন্দুদের বিভিন্ন সমস্যা সমাধান করে আসছে। পূজা ও উৎসবগুলোতে সরকারি বরাদ্দ বেড়েছে। দুর্গাপূজায় বিএনপি সরকারের আমলে মন্দিরে ২৭ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর মন্দিরে চাল বরাদ্দ হয়েছে ৫০০শ কেজি। এতে প্রমাণিত হয় আ.লীগ অসাম্প্রদায়িক সরকার।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আ.লীগের সাংঠগনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনোদ চন্দ্র কুন্ডুর, সাধারণ সম্পাদক বিদ্যানাথ সিংহ, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুকান্ত রাম সিংহ উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি মঠ, মন্দির সংস্কারের জন্য ৮৫ হাজার টাকা, ৯ জন অস্বচ্ছল হিন্দুব্যক্তিকে ৪৫ হাজার টাকা এবং ৩০টি পূজা মণ্ডপ ৯০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক কমিটির লোকজনের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।