Monday , 28 April 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে ২০১ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে ২০১ বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা শুরু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ২ নম্বর আলাদীপুর ইউনিয়নে পক্ষকালব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। এ মেলাকে ঘিরে এলাকাবাসীর আনন্দের কমতি নেই।
মেলা কমিটির সভাপতি শিক্ষক মো. আফতাবুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল।
বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে অতিথিরা ঘোড়ার মেলার উদ্বোধন করেন তারা। এরপরই ঘোড়া বেচাকেনার জন্য ছাপা (রসিদ) বের হয়। ঘোড়ার এ মেলায় বসেছে গ্রামীণ মেলাসহ বিভিন্ন খাওয়ার দোকান। মেলায় আগত ঘোড়া ব্যবসায়ীদের ঘোড়ার অংশগ্রহণে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঘোড়দৌড় দেখতে বিভিন্নস্থান থেকে ছুটে আসেন নানা বয়সী নারী ও পুরুষ দর্শনার্থী। দর্শনার্থীদের মধ্যে পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীসহ নারীদের উপস্থিতি থাকছে।
ঘোড়ার মেলাকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী এলাকাজুড়ে বসেছে গ্রামীণ মেলা। মেলায় আগতদের বিনোদনে জন্য দোলনা, নাগরদোলা, সার্কাস, গ্রামীণ বিভিন্ন খাবার দোকান ও খেলাধুলার আয়োজনসহ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
এতে সব বয়সী নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটছে।
জানা যায়, প্রতি বাংলা বছরের বৈশাখ মাসের ১৩ তারিখ থেকে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী মাঠে এই ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা বসে। মেলাটি অন্তত ১৫ দিন স্থায়ী হয়। তবে স্থানীয়ভাবে গরু, মহিষ, ছাগল ও ভেড়া তেমন বেচাকেনা না হলেও ঘোড়াই মূলত বেচাকেনা হয়ে থাকে। এ কারণে এটি বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নামেই দেশব্যাপী পরিচিত।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী থেকে ঘোড়া নিয়ে এ মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ী আব্দুর রহিম, জহুরুল ইসলাম ও সামিউল ইসলাম। তারা বলেন, ছোটবড় মিলিয়ে ১৪টি ঘোড়া নিয়ে বুড়া চিন্তামন ঘোড়ার মেলায় এসেছেন। এগুলোর দাম ৭-২০ হাজার টাকা। এর মধ্যে ২-১ হাজার টাকা কমবেশি হতে পারে।
তারা বলেন, সারাবছর দেশের বিভিন্নস্থানের ঘোড়ার মেলায় ঘোড়া নিয়ে যান তারা। ঘোড়া বেচাকেনা করেই তারা জীবন–জীবিকা নির্বাহ করেন। মেলায় এবার ঘোড়ার ক্রেতার অভাব রয়েছে, এজন্য বেচাবিক্রিও কম হচ্ছে।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সদরের বাসিন্দা ঘোড়া ব্যবসায়ী শামসুল আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মেলায় বিক্রির জন্য ছোটবড় ৭টি ঘোড়া এনেছেন। আকার ভেদে ৭টি ঘোড়ার দাম ৭-৩০ হাজার টাকা। কিন্তু ক্রেতারা ৫-২০ হাজার টাকার মধ্যে দাম বলছেন, তাই এখন পর্যন্ত একটি ঘোড়াও বিক্রি করতে পারেননি। ১৯৯০ সাল থেকে এই মেলায় ঘোড়া বেচাবিক্রি করে থাকেন। তবে এ বছর ঘোড়ার বেচাবিক্রি কম হচ্ছে।
আলাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দছিম উদ্দিন মÐল বলেন, ঐতিহ্যবাহী এই বুড়া চিন্তামন ঘোড়ার মেলাটি দেশব্যাপী ব্যাপক পরিচিত। ঘোড়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই মেলা শুরু ও শেষ হওয়ার তারিখ জানেন। এ কারণে প্রতিবছর মেলা শুরুর আগ থেকেই ঘোড়া বেচাকেনা শুরু হয়। প্রতি বছর বৈশাখ মাসে মেলাটি শুরু ও শেষ হয়।
এ মেলার ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহŸান জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫বছর ধরে ঐতিহ্যবাহী ঘোড়ার মেলাকে ফ্যাসিস্ট সরকারের দোসররা ধ্বংস করে দিয়েছে। এবারই প্রথম এলাকার সর্বস্তরের মানুষ মুক্ত মনে মেলায় এসে মেলা উপভোগ করছে।
ওসি মহিব্বুল বলেন, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দেশের বিভিন্নস্থান থেকে ঘোড়া ব্যবসায়ীরা এসেছেন।মেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা নজরদারি রাখছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

বিরল বাজার বণিক সমিতির কমিটি গঠন

বীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

বীরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠান মঠ, মন্দির সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাণীশংকৈলকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা বানাতে চাই নবাগত ইউএনও সোহেল সুলতান

বোচাগঞ্জ উপজেলার সকল পূজামন্ডপে সরকারী অনুদান বিতরণ

আগামী বছর খাদ্য নিরাপত্তায় বিশ্বে মডেল হয়ে থাকবে বাংলাদেশ-মন্তব্য সাবেক গভর্নর ড.আতিউর রহমানের

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা আজ শান্তিতে আছে, ভাল আছে —হুইপ ইকবালুর রহিম

সরকারি সকল নিয়োগে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি