বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে দেশবন্ধু গ্রুপের কার্ভার ভ্যানের ধাক্কায় হযরত আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর এলাকায় সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত মওলনা হযরত আলী (৬০) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ঢাকায়পাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। স্থানীয় ও মোহনপুর ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মাজেদুর ইসলাম জানান, সেনা সদস্য হাবিব কে আনার জন্য নিহত মওলনা মো. হযরত আলী মোটরসাইকেল যোগে বীরগঞ্জ যাওয়ার পথে মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর এলাকায় সড়কে পাশে বিশাল একটি বাঁশ বাগানের জন্য ভুল বুঝাবুঝির কারণে দেশবন্ধু গ্রুপের কার্ভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এলে কার্ভার ভ্যান চালক ও হেলপার পালিয়ে যায়। কালীগঞ্জ প্রধানাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসার ক্বারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন মওলানা হযরত আলী। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে কার্ভার ভ্যানটি আটক করেন। এব্যাপারে বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরাতল করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছ হস্তান্তর করা হয়েছে।