ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বিসিক মোড়ে কোচের ধাক্কায় সিয়াম (১১ ) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সিয়াম গোবিন্দ নগর উত্তর পাড়া গ্রমের ফ্লেক্সি লোড ব্যবসায়ী ফিরোজ হোসেনের ছেলে। সিয়াম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
ঠাকুরগাঁও সদর থানার এএসআই মোতালেব বিষয়টি নিশ্চিত করে বলেন,সিয়াম রাস্তা পাড় হচ্ছিল এমন সময় দ্রুতগামী হানিফ এন্টার প্রাইজ এর একটি কোচ তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনার পর আমি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এর পড়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পুলিশ হানিফ কোচটিকে জব্দ করেছে।