ঠাকুরগাঁও প্রতিনিধি ।। ঢাকা ও সিরাজগঞ্জ সংসদীয় উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও নেতা কর্মীদের নামে নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখা কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
পুলিশী প্রহরায় এই সমাবেশ থেকে ঢাকা ও সিরাজগঞ্জ সংসদীয় উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও নেতা কর্মীদের নামে নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় । এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক জাহিদ প্রমুখ।
এ সময় জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।