সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৫, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ আগষ্ট সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত করা হয় । পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধ সংলগ্ন জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি দপ্তর ও অন্যান্য সংগঠন। এরপর সকাল ১০.৩০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদ ও জীবিত সদস্যদের জন্য মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত:পর বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সলেমান আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রুল আনাম ডন, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, প্রমুখ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভার পরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২.৩০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১১ জন ব্যক্তিকে মোট ৭ লাখ টাকা যুব ঋণ প্রদান করা হয়। এরপর দুপুর ১ টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া-এমপি গোপাল

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে হাতপাখা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে !

যেভাবে এইচএসসির ফরম পূরণের টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা

গাঁজার চালানসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজির চাল বিতরণের সচ্ছল পরিবারকে সুবিধা দিতে গিয়ে তালিকা থেকে বাদ পড়েছে অনেক অসচ্ছল অসহায় পরিবার

ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প নগরী বিভিন্ন সমস্যায় জর্জরিত

বিরলের সরিষা ক্ষেতে বিষধর ‘রাসেল ভাইপার’

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরণে ফুটবল টুর্নামেন্ট

সাংবাদিক আনিসুর রহমানের চাচী আর নেই