পীরগঞ্জ প্রতিনিধি: ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। সোমবার সকাল ১১ টায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর ভাইস-চান্সেলর প্রফেসর ড.ফরিদুল আলম। ডায়াবেটিস হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডা.সেলিনা পারভিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক,ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, বৈরচুনা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, জাবরহাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান,আরও বক্তব্য রাখেন পীডাসের অর্থ সম্পাদক সলেমান আলী, নির্বাহী সদস্য,রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম,জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার আলহাজ্ব শাহাজান আলী, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, লোহাগাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ্আজহারুল ইসলাম, চাপোড় পার্ব্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুর রশিদ, লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক, পীরডাঙ্গী ফাজিল মাদ্রাসার অধ্যাপক আব্দুর রহমান, কর্মশালায় বিভিন্ন শ্রেনি পেশার ৪০ জন নারী-পুরুষ অংশ নেয়।