আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে ২৭ অক্টোবর (বুধবার) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শন নিয়ে রচিত ৪৬ টি মূল্যবান বই ‘মুজিববর্ষ ‘ উপলক্ষে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয় ও একটি পাবলিক লাইব্রেরীতে বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর জীবনির উপর এ মূল্যবান বই সমূহ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন সাংবাদিকবৃন্দ প্রমূখ।
১০টি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে বঙ্গবন্ধুর জীবনির বই গ্রহণ করেন প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন, আনিসুর রহমান সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।