বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, উপ মহাদেশে আমাদের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার মত মানবিক প্রধানমন্ত্রী আর নেই। তিনি সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেন। সেই কারনেই বোচাগঞ্জ উপজেলার মানুষের জন্য আগাম শীত বস্ত্র পাঠিয়েছেন। একজন মানবিক প্রধানমন্ত্রী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু শেখ হাসিনার মত মানবিক প্রধানমন্ত্রী আর পাইনি।
তিনি আরো বলেন, অনেকেই বলছেন দেশের অর্থনীতি নাকি ভেঙ্গে পড়েছে। আসলে তা নয় বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ আছে। সমৃদ্ধ আছে বলেই শীত আসার আগেই প্রধানমন্ত্রী শীতার্ত মানুষের জন্য কম্বল পাঠিয়েছেন। দেশের অর্থনীতি চাঙ্গা আছে বলেই প্রধানমন্ত্রী চট্রগ্রামে কর্নফুলিতে ট্যানেল নির্মান সহ একসাথে দেশের বিভিন্ন স্থানে একশতটি ব্রিজ উদ্বোধন করেছেন।
তিনি বলেন, বিএনপি জামাত দেশের মানুষের জন্য কিছুই করে নাই, তারা শুধু লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি দেশকে অসস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে। তাদের সাথে দেশের মানুষ নেই। দেশের মানুষ আওয়ামী লীগের সাথেই রয়েছে। মানবিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই ১১ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ও তাদের ছেলেমেয়ে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন।
গতকাল রবিবার বিকালে সেতাবগঞ্জ মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত প্রায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে বিরলের শীর্তার্ত মানুষের মাঝেও তিনি শীতবস্ত্র বিতরন করেন।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি:নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, বিএনপির কাজই হলো মিথ্যাচার করে প্রতারণা করা দেশে অশান্তি সৃষ্টি করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাবে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছেন এবং দেশের মানুষেমানুষের সাথে প্রতারণা করছেন এটা দুঃখ জনক। কোন মানুষ না বুঝলে বিষয়টি আলাদা। কিন্তু তিনি তো অর্থনীতি বিষয়ে পড়া লেখা করা একজন মানুষ। তিনি কি ভাবে বলে যে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দেশের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যেত, তা হলে কি সবকিছু ঠিক ঠাক চলতো? এই বিরল ও বোচাগঞ্জের মানুষের মানুষের জন্য কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতবস্ত্র পাঠাতেন? অর্থের অভাবে কি কোন কাজ বন্ধ আছে? না কি কোন সরকারী চাকুরীজীবি বেতন পাচ্ছে না? আসলে বিএনপির কাজই হলো মিথ্যাচার করে প্রতারণা করা ও অশান্তি সৃষ্টি করা। সেই সাথে ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুন্ঠনসহ জঙ্গীবাদ সন্ত্রাবাদ সৃষ্টি করা। এই হলো বিএনপির চরিত্র। দেশের উন্নয়ন হোক এবং দেশের মানুষ ভালো থাক এটা তারা চায় না।
দেশের মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাবে আর বিএনপি বিদেশ থেকে সাহায্য নিয়ে আয়েশি জীবন যাপন করবেন এটাই তাদের রাজনৈতিক উদ্দেশ্য। সে জন্যই বিএনপি ক্ষমতায় আসতে চায়।
রোববার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী এই কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, আকতার হোসেন, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ৫ হাজার ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।