৩ অক্টোবর বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষা সৈনিক, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর শাহ্ আব্দুল হাই এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার গ্রামের বাড়ী চিরিরবন্দর উপজেলার আলোকদিহি ইউনিয়নের গাছাহার শাহপাড়া গ্রামে বায়তুল নূর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম প্রফেসর শাহ্ আব্দুল হাই ১৯৫৪ সালে আলোকদিহি জান বকস্ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্যে ১৯৬০ সালে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১২ আগস্ট ১৯৬১ সালে নীলফামারী কলেজে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে ১৯৬৫ সালে কারমাইকেল কলেজে যোগদান করেন। প্রায় ত্রিশ বছর কারমাইকেল শিক্ষকতা শেষে সফলতার আলোকবর্তিকা জ্বালিয়ে চাকরি থেকে অবসরে যান ১৯৯৫ সালে। অতুলনীয় মেধা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা ও শিল্প-সাহিত্য সাধনায় তিনি তার জীবন উৎসর্গ করেছেন। লিখেছেন অনেক কবিতা, গান ও স্মৃতিকথামুলক লেখা। বাংলাদেশ বেতারের গীতিকার ও শিল্পী হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন। ছাত্রজীবনে অংশ নিয়েছেন ৫২’র মহান ভাষা আন্দোলনে। পরিবারের পক্ষ থেকে তার পুত্র বিশিষ্ট এনজিও কর্মী আহসান হাবিব তাঁর আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।