বুধবার , ৩ নভেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর আট ইউপিতে আ.লীগের ৯ বিদ্রোহীর মনোনয়ন জমা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৩, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার শেষ দিনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। প্রার্থীদের মধ্যে আটজন আওয়ামী লীগ মনোনীত। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র বিদ্রোহী হয়েছেন ৯ জন। বাকি স্বতন্ত্র ২০ জনের মধ্যে জামায়াত-বিএনপি থেকে আছেন ১২ জন। আট ইউনিয়নের দায়িত্বে থাকা চারজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্র দাখিল করা আওয়ামী লীগ মনোনীত ৮ জন প্রার্থী হলেন বড়বাড়ী ইউনিয়নে আলহাজ্ব আকরাম আলী, আমজানখোর ইউনিয়নে আকালু (ডোংগা), ভানোর ইউনিয়নের আব্দুল ওয়াহাব সরকার, দুওসুও ইউনিয়নে প্রভাষক সোহেল রানা, বড় পলাশবাড়ী ইউনিয়নে শাহাবুদ্দিন মিয়া, ধনতলা ইউনিয়নের সমর চ্যাটার্জি নূপুর, চাড়োল ইউনিয়নে দিলিপ কুমার চ্যাটার্জি ও পাড়িয়া ইউনিয়নে ফজলে রাব্বী রুবেল।

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী ৯ প্রার্থী হয়েছেন আমজানখোর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ সাদেক, ভানোর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলাম, দুওসুও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, তাঁর ভাই ইউনিয়ন আ. লীগের সাবেক সম্পাদক আকতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সম্পাদক মজিবর রহমান, বড় পলাশবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম, ধনতলা ইউনিয়নে ইউনিয়ন আ. লীগের সহসভাপতি আব্দুর রশিদ ও চাড়োল ইউনিয়নে ছাত্রলীগের লাহিড়ী আঞ্চলিক শাখার সভাপতি সম্পাদক মোশাররফ হোসেন।

দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় জামায়াত-বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ জন মনোনয়নপত্র জমা করেছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও আটজন।

দুওসুও ও ভানোর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, আগামী ৪ নভেম্বর যাচাই বাছাইয়ের শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে আগামী ১২ নভেম্বর। ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪৮ হাজার ১০২ জন। পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন ও নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী

নানান আয়োজনে দিনাজপুর অঞ্চলের স্কাউটস দিবস উদযাপন

বীরগঞ্জে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয়

ঠাকুরগাঁওয়ে জেএসডি ‘র জাতীয় সরকারের দাবিতে সমাবেশ

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য প্যাকেটজাত করণে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শহিদুলের বিরুদ্ধে

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে অপরাধ দমনে সিসি ক্যামেরা স্থাপন

দিনাজপুর পৌরসভায় নতুন প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন