“ডিজিটাল থেকে স্মার্ট, এবার হবে বাংলাদেশ, সম্প্রীতি অটুট রবে, সাম্প্রদায়িকতার রবে না রেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসকের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃ সংলাপ/সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে দিনাজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বিভিন্ন দিক নির্দেশনার বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, প্রধান অতিথির পক্ষে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের পরিচালক (উপসচিব) মোঃ আব্দুল্লা-আল- শাহীন।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর প্রানবন্ত সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, সদর উপজেলার চেয়্যারম্যান এমদাদ সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মেস্তাাফিজুর রহমান, জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান কবীর সোহাগ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সারোয়ার আহমেদ বাবু, মহিলা যুবলীগের সভাপতি ছবি সিনহ সহ প্রমুখ।
মুক্ত আলোচনায় বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রতন সিং, খৃীষ্টান ধর্মীয় বিশপ সেবাস্টিয়ান টুডু ধর্মপাল, খৃীষ্টান সম্প্রদায়ের গ্রাম প্রধান নাথালিউস মারান্ডি, ইমাম সমিতির সভাপতি মোঃ মতিয়ুর রহমান কাসেমী, নুরজাহান কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও থানা মসজিদের খতিব মাওলানা সাব্বির আহমেদ সহ আলেমবৃন্দ।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ভূমি দুস্য, রাজনৈতিক প্রভাব, ধর্মীয় শিক্ষার অভাব, মানুষের কর্মসংস্থাপনের অভাব, বিচারহীনতা সাম্প্রদায়িকতার দৃষ্টান্তমূলক শাস্তির বিপরীতে, সমাজে সাম্প্রদায়িকতার অভাব এই গুলো আমাদের সমাজ থেকে দুর করতে হবে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে তারপর পরিবারকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। সকল ধর্মে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।