পীরগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা চেয়ারম্যান প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার লক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে কর্মী সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে এ সভা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,উপদেষ্টা মন্ডলির সদস্য কৃষœ মহন রায়,সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নেছা আইভি,হিন্দু বোদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র, সাধারন সম্পাদক গপি কান্ত রায়, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোস্তাফিজার রহমান, খোরশেদ আলম মোল্লা, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এনামুল হক, আ‘লীগ নেতা ওয়াজ কুরুনী,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক নুর নবী চঞ্চল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন প্রমুখ। সভায় ১০ টি ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলী, যুবলীগ, মহিলা আওয়ামীলী, স্বেচ্ছাসেকক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।