শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-১৪৪ ধারা জারি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১১, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

ঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শান্তিশৃঙ্খলা রক্ষার ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার দুপুরে হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সংঘষ বাধে।
এতে দুই পক্ষের কমপক্ষে ১০/১২ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সংঘষ চলা কালে দুই পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনা স্থলে পাঠানো হয়।
হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুই পক্ষের আক্রমণাত্বক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় জানমালের ক্ষয়ক্ষতি আশংকা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ফৌজদারি কর্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মতায়ন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও