মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সৌন্দর্যের দীপ নেদারল্যান্ডের টিউলিপ বাগান পরিদর্শন করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান। এ সময় সাথে ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক ড. আর্নো হ্যামেলিয়ার্স। সোমবার (১৩ ফেব্রæয়ারি) বিকেলে জেলার তেঁতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেন তারা।

টিউলিপ বাগান প্রবেশ করে বাংলাদেশের এক সীমান্তের অঞ্চলে এরকম নেদারল্যান্ডের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তারা অভিভূত হন। তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ফুল চাষী কৃষাণী নারীরা। তারা টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত প্রান্তিক বিশজন নারী কৃষাণীর সাথে কথা বলেন। টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন।

উইনি এস্ট্রাপ পিটারসান বলেন, বাংলাদেশের মতো জায়গায় এখানে টিউলিপের চাষ হচ্ছে, ততা দেখে আমি খুবই আনন্দিত। বিশেষত এ ফুলগুলো শীত প্রধান দেশগুলোতে হয়ে থাকে। সেখানে বাংলাদেশের মতো এক সীমান্ত এলাকায় যারা এ ফুল চাষ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন একতাবদ্ধ থাকে, যাতে তারা এ কাজ আরও ছড়িয়ে দিতে পারে। ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে পিকেএসএফ ও ইএসডিওকে এ ফুল চাষের উদ্যোগ গ্রহণে বিশেষ ধন্যবাদ জানাই।

ড. আর্নো হ্যামেলিয়ার্স বলেন, বাংলাদেশের মতো এরকম সীমান্তের তেঁতুলিয়ায় টিউলিপের বাগানে এসে খুব অভিভূত হয়েছি। এখানে এসে খুব ভালো লেগেছে। এ সময় টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত নারী চাষিদের সাথে কথা বলেন ও তাদেরকে একত্রে থেকে কাজ করতে বলেন। টিউলিপের পাশাপাশি সারা বছর যাতে অন্যান্য আবাদ বিষয়ে জানতে চান। এ ফুল বিশেষ উৎসবের দিনগুলাতে এ টিউলিপ হতে পারে ভিন্ন আনন্দ।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.শহীদ উজজ্জামান বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটনে সম্ভাবনাময় জায়গা। আমরা এখানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাদ) সহযোগিতায় সীমান্ত গ্রাম দর্জিপাড়ায় নেদারল্যান্ডের টিউলিপ ফুল চাষের পাইলট প্রকল্প গ্রহণ করেছি। বাণিজ্যিকভাবে ২০ জন নারী কৃষাণীর হাতে ১০ প্রজাতির বাহারি রঙের ফুল নেদারল্যান্ডস টিউলিপ ফুটিয়েছি। এসব রঙের ফুলের সৌন্দর্য দৃষ্টি জুড়াচ্ছে দর্শনার্থীদের। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে বাহারি রঙের টিউলিপ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন। ।

এ সময় উপস্থিত ছিলেন ইফাদের মেরিয়েল জিমার মেন, কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ) এর মো: দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো: রফিকুল ইসলাম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ এর ভ্যালুচেইন ষ্পেশালিস্ট মো: রাফিজুল ইসলাম মন্ডল ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে বলেন– ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিছুই নিয়ে আসতে পারেননি

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুর শহরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৪ হাজার ৬শ ২১ অসহায় পরিবার

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ’ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

বীরগঞ্জ গোধুলী বৃদ্ধাশ্রমের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

হরিপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বীরগঞ্জ প্রতিদিনের কর্তৃপক্ষের নিকট অনুদানের চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত