রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধুর চুলকেটে বিবস্ত্র করার অভিযোগে এক ব্যক্তি আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৭, ২০২১ ৯:১১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রোডখালপায় এক গৃহবধুর (২০) চুলকেটে বিবস্ত্র করার অভিযোগে আলম(৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে খালপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নির্যাতনের শিকার ওই কিশোরী বলেন, শনিবার রাতে আলমসহ আরও ৪/৫জন নারী পুরুষ মিলে তাকে ডেকে নেয়। এর পরে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। একপর্যায়ে গৃহবধুর মাথার সব চুল কেটে দেয়। চিৎকার করে আকুতি করলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
এ ঘটনার বিচার ওই গৃহবধু বলেন, আমি কোনো দোষ করিনি। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিলো। তারা তার মেয়ের সাঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছে। এটা সত্য নয়।
আটক আলম জানান, আমার মেয়ের সাথে ওই গৃহবধুর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই জন্যে আমি মেয়ের বিয়ে দিতে পারছিনা। তাই মেয়েটিকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করি কিন্তু সব অস্বীকার করে। তখন আমার ওপরে গরম দেখাতে থাকে। এ জন্য দু একটা চর থাপ্পড় দিয়ে চুল কেটে দেওয়া হয়েছে।
তবে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের অবৈধ সম্পর্ক থাকা কিভাবে সম্ভব জানতে চাইলে আলম জানান, ওই গৃহবধুকে মাঝে মাঝে জ্বীনে ধরে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে আলম নামে এক ব্যক্তিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এই বিষয়ে নির্যাতিত ওই কিশোরীর মা বাদি হয়ে থানায় এটি অভিযোগ দায়ের করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও