বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধি সমাবেশ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৭, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা ১১ টার সময় বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, উপজেলা জামায়াতে ইসলামী’র অন্যতম সদস্য মোঃ বদরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক পইম উদ্দীন আহম্মেদ। বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, ললিতা রানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
প্রধান শিক্ষক স্বাগত বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয় এসে খোঁজখবর নিয়ে যাবেন। তাহলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয় আসলে অতিরিক্ত প্রাইভেট পড়ার দরকার হয় না। তিনি বলেন, শিক্ষার্থীরা বেশীরভাগই বাড়িতে অবস্থান করে। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। নিয়মিত পড়াশোনা করে কিনা, কোথায় আড্ডা দেয়, কার সাথে চলাফেরা করে,তার দায়িত্ব আপনাদের এবং আমাদের উভয়েরই।
অভিভাবক ও সুধি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, সুধিজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এই দেশকে টেনে আর নিচে নামানো যাবেনা ———-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রাণীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর উদ্বোধন

বোচাগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষন ক্যাম্প এর শুভ উদ্বোধন

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস দিনাজপুরে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে ছিঁড়া টাকা দেয়া-নেয়াকে কেন্দ্র করে খদ্দেরকে মারধর করেছে দোকানী

পীরগঞ্জে বিদ্যালয়ে কম্বাইন্ড ওয়াশব্লক নির্মাণ কাজের উদ্বোধন