বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বীরগঞ্জে দললি লেখক সমিতির ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ১৫ নভেম্বর রবিবার সাব- রেজিস্টার মোঃ জহুরুল হক প্রধান রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং হিসেবে মো: সাজ্জাদ হোসেন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন করেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পদ্মনাথ রায় সভাপতি পদে ৫১ভোট পেয়ে নির্বাচিত হয়,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:রিয়াজ উদ্দিন ৩২ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মো:হাফিজ করিম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন,তার নিটকতম প্রতিদ্বন্দ্বী এ কে এম আজাদ কালাম ২৮ ভোট পেয়ে পরাজিত হন। কোষাধ্যক্ষ পদে মো: হাসিনুর রহমান ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু বক্কর সিদ্দিক ২৪ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সহ-সভাপতি পদে ঊমা চরণ রায়, সহ-সাধারণ সম্পাদক পদে মো:আনোয়ার হোসেন, সদস্য পদে লতিফুর রহমান, সহদেব চন্দ্র রায়, মনি কুমার রায় ও রাজ কুমার রায়সহ মোট ৯ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি গঠিত হয়েছে।