বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় র্যালি,রচনা,কুইজ,বির্তক প্রতিযোগী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মঙ্গলবার বোদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মসুচি পালন করা হয়। এ উপজেলা সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়,র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে রচনা,কুইজ ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে। প্রতিযোগীতা শেষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচির উদ্বোধন করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপাপ্ত অধ্যাপক প্রবীর কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জামিউল হক. উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মনোরঞ্জন সরকার,জলি মনিরা আকতার,মাওলানা সোলেমান আলী,পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, বোদা পাথরাজ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন,লাইলী বেগম.বোদা মহিলা কলেজের সহকারী অধ্যাপক উম্মে মোকারিমা ও একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।