আপনি হয়তো নিজেও জানেন না কিন্তু আপনার নখ আপনার ব্যাপারে অনেক কিছুই প্রকাশ করে বসে। তাই নখের রঙ দেখেই নিজের স্বাস্থ্যের খুঁটিনাটি সমস্যা ধরতে পারবেন। সেটুকু কিভাবে? তা নিয়েই আজকের আলোচনা:
ফ্যাকাসে নখ
বয়স বাড়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ নখ ফ্যাকাসে হয়ে যাওয়া। সেটা বয়স ৫০-৬০ হলেই স্বাভাবিক। কিন্তু আপনার যদি অল্প বয়সেই নখ ফ্যাকাসে হতে শুরু করে তাহলে বুঝতে হবে স্বাস্থ্যের কোনো না কোনো ক্ষতি হয়েছে৷ তাই সময় থাকতেই চিকিৎসকের শরণাপন্ন হোন।
সাদা নখ
নখ আঘাতপ্রাপ্ত হলে বা ভেঙে গেলে সাদা হয়ে যায়৷ সাদা নখের উপর গোলাপি ছোপ থাকাটা ভয়ংকর স্বাস্থ্য সংকটের লক্ষণ। হৃদরোগ, কিডনি নষ্ট হওয়ার মতো সমস্যার লক্ষণ সাদা নখ।
হলুদ নখ
হলুদ নখ দেখলে একদম সরাসরি বলাও যায়না কি সমস্যা হয়েছে। তবে এটুকু বলা যায় ফাংগাল ইনফেকশনের কারণে নখ হলুদ হতে পারে। সোরিয়াসিস, থাইরয়েডের সমস্যা অথবা ডায়াবেটিস হলেও নখ হলুদ হয়। এই সমস্যা নির্মূলে ভিটামিন ই গ্রহণ করতে হবে।
নীল নখ
নখের পৃষ্ঠতলে কোনো স্কিন পিগমেন্ট নেই৷ তাই খুব সহজেই নীল রঙ নখে প্রবেশ করতে পারে৷ এইচ আইভিতে আক্রান্ত হলে, ঔষধ সেবন, সিলভার পয়জনিং এর ফলে নখ নীল হয়ে যায়।