পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার বিকালে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক এমপি ইমদাদুল হক। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক শাহ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান সহ মিল মালিক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এবার ২৭ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ১ হাজার ৪৪৮ টন ধান এবং তিনটি অটো রাইস মিল সহ ১৫৯ জন চাল কল মালিকের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ২ হাজার ১৯৯ টন চাল সরকারী ভাবে সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রæয়ারী/২২ পর্যন্ত।