আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে (সোমবার ২২) নভেম্বর মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন থানা ওসির প্রতিনিধি এস আই মমিনুল ইসলাম।
এ ছাড়াও সভায় উপজেলার কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন মহিলালীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, চেয়ারম্যান আবুল কালাম, জীতেন্দ্রনাথ বর্মণ ও জমিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন,সফিকুল ইসলাম শিল্পি প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে এলাকায় সম্প্রতি মোটরসাইকেল চুরি বৃদ্ধি, মাদকের অনিয়ন্ত্রিত পরিস্থিতি ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন। এস আই মমিনুল তার বক্তব্যে এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।