পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আবু তাহের মো. সানাউল্ল্যাহ নুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্ল্যাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল, জেলা তথ্য কর্মকর্তা হায়দার আলী, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু প্রমূখ। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় এক হাজার ৭৭টি কেন্দ্রের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ছয় মাস থেকে ১১ মাসের শিশু রয়েছে ১৮ হাজার ৫০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুর সংখ্যা এক লাখ ৪২ হাজার ৪২২ জন। তিনি আরও জানান, ক্যাম্পেইনের দিনে বাদ পড়া শিশুদের পরবর্তিতে খুঁজে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।