বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫০ জন,সাধারণ ইউপি সদস্য পদে ৩৫০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ১১৭ জন ইউপি সদস্য বীরগঞ্জ উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসার আঁখি সরকার, উপজেলা কৃষি অফিসার আবুরেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের নিকট পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন কতৃক প্রকাশিত তফসীল অনুযায়ী ২৬ ডিসেম্বর / ২০২১ ইং ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে উপজেলার মোট ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর বৃহস্পতিবার জমা দানের শেষ দিন পর্যন্ত ল ১নং শিবরামপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী সত্যজিৎ রায় কার্তিক,স্বতন্ত্র প্রার্থী রহমান কাজী,মিজান, নারী প্রার্থী অনেশা সহ ৫ জন,২নং পলাশবাড়ী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক,গত নির্বাচনের প্রতিদ্বন্ধন্দী ডা.পরেশ চন্দ্র রায়, সহ চেয়ারম্যান পদে ৬জন, ৩নং শতগ্রাম ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান মতি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান একে.এম. কুতুব উদ্দিন,সাবেক চেয়ারম্যান হরমত আলীসহ চেয়ারম্যান পদে ৫জন, ৪নং পাল্টাপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান তহিদুল ইসলাম, গতবার নৌকা মার্কা পেয়ে নির্বাচনে পরাজিত ও বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন রাজা, সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল সহ চেয়ারম্যান পদে ৬ জন,৫নং সুজালপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী সুজালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো.নুরুল ইসলাম (মাস্টার) মো.দুলাল হোসেন,সাজেদুল ইসলাম ও ইসলামি আন্দোলনের প্রার্থী হাবিবুর রহমান সহ চেয়ারম্যান পদে ৫জন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং সদস্য ওয়াহেদুজ্জামান বাদশা স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোপাল দেব শর্মা সহ চেয়ারম্যান পদে ৪ জন,৯নং সাতোর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন রাজা, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ, মোহাম্মুদুন নবী ওয়াট,গোদা বকস্, টংক নাথ রায়, মিজান, পদ্ম নাথ রায়সহ চেয়ারম্যান পদে ৮ জন, ১০ নং মোহনপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মজিদুল ইসলাম মাষ্টার,শাহিনুর রহমান চৌধুরী শাহিন,লুৎফর রহমান,গোলাম মোস্তফা রাঙ্গাসহ চেয়ারম্যান পদে ৬জন ও ১১নং মরিচা ইউনিয়নে নৌকা মার্কার মনোনীত প্রার্থী মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল,সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়,বাদশা,নাজমূল ইসলামসহ ৫ জন মিলে মোট ৫০ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সাধারণ ইউপি সদস্য পদে ৩৫০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,২৫ নভেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদানের শেষ দিন ছিল। এবারের বীরগঞ্জ উপজেলা ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়নের মধ্যে মোহাম্মদপুর ও পলাশবাড়ী ইউনিয়ন বাদে প্রতিটি ইউনিয়নে একজন করে ইসলামি আন্দোলন হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৯টি ইউনিয়নের মোট কেন্দ্রের সংখ্যা -৯২টি,৫২১ টি বুথ, পুরুষ ভোটার ৯৩৭১৪ ও নারী ভোটার ৯১৫৭০ জন সহ মোট সংখ্যা ১লাখ ৮৫ হাজাট ২ শত ৮৪জন ভোটার রয়েছে।