বিকাশ ঘোষ , বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কুয়েত সোসাইটি ফর রিলিফ কমিটি (কেএসআর) এর সহযোগিতায় টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের নাগরী সাগরী কলোনীপাড়ার দুস্থদের মাঝে টিউবওয়েল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো.আমিনুল ইসলাম। বিশিষ্ট সমাজসেবক আছির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো.ছকিম উদ্দিন আহমেদ, কুয়েত সোসাইটি ফর রিলিফ কমিটি (কেএসআর) এর সদস্য মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রফিকুল ইসলাম। এসময় স্থানীয় গণমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৫জনের মাঝে টিউবওয়েল, পাইপ ও নলকূপ বসানোর যাবতীয় খরচের টাকা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।