বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একটি জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে তার সংস্কৃতি। যে জাতি সংস্কৃতিতে যত বেশি উন্নত, সে জাতি তত বেশি সমৃদ্ধ। দেশীয় সংস্কৃতিই পারে অপসংস্কৃতিকে রুখে দিতে। তাই অপসংস্কৃতিকে রুখতে হলে বেশি বেশি দেশীয় সংস্কৃতির চর্চা করতে হবে। নাট্যকার পরেশ তাঁর অভিনয়ের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতেন। দেশীয় সংস্কৃতিকে তিনি সব সময় প্রাধান্য দিতেন।২৯ নভেম্বর ২০২১ সোমবার সন্ধায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে কৈকুড়ী শিবমন্দির ও প্রাইমারি স্কুল মাঠে পরেশ মেলা পর্ষদ এর আয়োজনে শিল্প ও শিল্পীর মিলন উৎসব “পরেশ মেলা” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরেশ মেলা পর্ষদ এর আহবায়ক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার্স ফোরামের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিশিষ্ট কবি ও নাট্য ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম মাসুদুল হক, ৬নং নিজপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান আব্দুল খালেক, নিজপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক রহমত আলী প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়।পরে রাতভোর ঢোলের গান ও পালাটিয়া অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জে আম্রকানন কৃষি সমবায় সমিতির সাধারণ সভা ও শীত বস্ত্র বিতরণ
বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বীরগঞ্জে ১০নং মোহনপুর ইউনিয়নের আম্রকানন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আম্রকানন কৃষি সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষি সমবায় সমিতির সহসভাপতি মোঃ মনজুরুল ইসলাম রায়হান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আম্রকানন কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ইমন, সভাপতি শচিন্দ্র নাথ সেন, উপস্থাপনা করেন মোঃ নুর নবী ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম মাষ্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ এ,কে,এম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী পরিদর্শক বাবু ভূপতি রায়, মোহনপুর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী কানাই লাল সরকার, মাজিদুল ইসলাম, করিমুল ইসলাম, আনছার আলী। মহিলা মেম্বার পদপ্রার্থী মর্জিনা বেগম, শাম্মি আক্তার, অজিফা বেগম। আলোচনা শেষে উপকারভোগীদের মাঝে পাঁচ শত কম্বল বিতরণ করেন।