মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে। গত বছরের চেয়ে এই মৌসুমে গম চাষ বৃদ্ধি পেয়েছে। জেলা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গম চাষে অন্যান্য আবাদের চেয়ে কম খরচ হয়ে থাকে তাই কৃষকরা কম খরচে বেশি লাভের আশায় গমের চাষ করে থাকেন।
মাঠ পর্যায়ে গম চাষ বিষয়ে কথা বললে অনেক কৃষক অভিযোগ করে বলেন, সরকার কিন্তু গমের ঠিক মূল্য দিচ্ছে। কিন্তু প্রান্তিক কৃষকরা গমের নায্যমূল্য থেকে বঞ্চিত হন। অনেক কৃষক এ প্রতিনিধিকে অভিযোগ করেন বলেন, সরকার কৃষকদের কাছ থেকে স্লিপের মাধ্যমে গম ক্রয় করেন। কিন্তু প্রকৃত গমচাষিরা অনেকে গমের স্লিপ পান না। এব্যাপারে তারা সরকারের সুদৃষ্টি কামনা করছেন।
এব্যাপারে জেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার বেশি গমের আবাদ হয়েছে। তাছাড়া জেলায় ৫হাজার ৫শ আদর্শ কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে করে গম চাষের লক্ষ্যমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছে কৃষি অফিস।