বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। কোভিড-১৯ রেসপন্স এন্ড রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভ্স সিটুআর প্রকল্পের লক্ষিত উপকারভোগীদের ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থ বিতরন করেছে ইএসডিও প্রেমদীপ প্রকল্প বোচাগঞ্জ।
অাজ ২২ নভেম্বর সোমবার বিকাল ৪টায় ইএসডিও বোচাগঞ্জ কার্যালয়ে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা করে ৪৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৫ লাখ ২৮ হাজার টাকা তুলে দেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী। এসময় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সিরাজুস সালেকীন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান সজিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহবুব আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানাজার অরুন চন্দ্র শীল উপস্থিত ছিলেন।