বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অনূর্ধ্ব-১২ ও
অনূর্ধ্ব-১৪ প্রমিলা ফুটবল মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা
পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল
ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন এর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী
দুলাল, সহ সভাপতি মাসুদ রানা, জেলা ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল
সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কন্দর্প নারায়ণ রায়, উপজেলা শিক্ষা
অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার,
আবুল খাইর, কোষাদ্যক্ষ সম্পাদক মনোয়ার হোসেন । অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন
বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম উজ্জ্বল, গোলাপগঞ্জ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক
মতিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি তাহসান হাবীব লাবু,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহমেদ,
বিশিষ্ট সমাজসেবক বিমল চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী। প্রধান অতিথি আমিনুল ইসলাম
জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে খেলাধুলার মান
উন্নয়নে ২০১৪ সাল থেকে ফুটবল বালক ও বালিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের
ব্যবস্থা করা হচ্ছে। তরুণ প্রজন্মের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধূলার কোনো
বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় উদ্বোধনী দিনে আগত উপজেলার বিভিন্ন
প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাচাই-বাছাই করে অ-১২ এবং অ-১৪
দলে অন্তভূক্ত করে ৪০ জনকে নেওয়া হবে। কিশোরী পড়ালেখার পাশাপাশি ঢাকা থেকে
ফুটবল প্রশিক্ষকের অধীনে মাসব্যাপী বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে থাকার যথাযথ
ব্যবস্থা করা হয়েছে সেই সাথে বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত
প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরো বলেন, মেয়ে হয়ে ফুটবল খেলতে সংকোচ, লজ্জা
না করে বরং খেলাধুলার মধ্যে থাকলে মন ভালো থাকে। খেলাধুলা করে দেশে যারা
প্রতিষ্ঠিত হয়েছেন তাদের মত হতে অনুপ্রেরণা ও অনুশীলন করতে হবে।