মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে নির্বাচনী সহিসংতায় ১৪৬৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৭, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাওয়ের পীররগঞ্জে বিভিন্ন কেন্দ্রে সহিসংতার ঘটনায় গুলিতে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহতের ঘটনায় ১ হাজার ৪৬৭ জনের বিরুদ্ধে থানায় পৃথক ৩ টি মামলা হয়েছে। হতাহতের ঘটনা মামলার বাদি হয়েছেন থানা পুলিশ। অন্য দু’টির বাদি হয়েছেন দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। মারপিট, ভাংচুড় ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রিজাইডিং আফিসারদের দায়ের করা দুটি মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। হতাহতের ঘটনার মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। ৩ মামলায় এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা আসামীদের বাড়ি উপজেলার ঘিডোব, হাবিবপুর, শিবপুর, কালিয়াগঞ্জ, রাধিকাপুর, ইন্দ্রোইল ও জগন্নাথপুর গ্রামে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। খনগাও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শেষে রাতে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন ম্যাজিষ্ট্রেট সহ আইন শৃংখলা বাহিনীর উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি গুলি ছুড়ে। এতে ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়। এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এস আই আব্দুল হামিদ মন্ডল বাদি হয়ে পরদিন ঐ এলাকার অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল নিয়ে রাতে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটের দায়িত্বে থাকা অফিসারদের কেন্দ্রে আটক করে রাখার পাশাপাশি মারপিট করে। এ ঘটনায় ঐ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলার ভাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান বাদি হয়ে ৬১০ জনে বিরুদ্ধে ১ ডিসেম্বর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত নামা।
অপরদিকে ভোমরাদহ ইউনিয়নের রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকালে জোর করে ভোট দিতে না দেওয়ায় কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এএসআই মহিদুলকে মারপিট করে এক প্রার্থীর লোকজন। এতে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আকিমউদ্দীন বাদি হয়ে ৪ ডিসেম্বর ৭ জনের নাম উল্লেখ সহ ১৫৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলা অজ্ঞাত নামা আসামী ১৫০ জন।
থানার ওসি আরো জানান, ঐ তিন মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে। হতাহতের ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তারাও তদন্ত করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বাম জোটের ডাকা হরতাল পালনের আহŸানে সমাবেশ ও আলোচনা সভা

ঢাকায় হয়ে গেল পীরগঞ্জবাসীর চড়ুইভাতি উৎসব

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছিল ঘাতকরা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

সাহসিকতা ও বীরত্বর্পূণ অবদানের জন্য বোদা থানার ওসি রাষ্ট্রপতির পিপিএম পদকে মনোনীত

রাণীশংকৈলে আ’লীগের ২ নেতা আটক ১ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

ঘোড়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিদ্যুতের দাম বাড়বে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন