বোদা(পঞ্চগড়) প্রতিনিধি\সাহসিকতা, বীরত্বর্পূণ অবদান, গুরুত্বর্পূণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, র্কতব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণরে মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখা এবং সেবামূলক কাজরে জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন পঞ্চগড় জেলার বোদা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোজাম্মেল হক। বীরত্বর্পূণ অবদান এবং সেবামুলক কাজের জন্য সারা েেদশ ৪ শত জন পুলিশ র্কতর্কতার মধ্যে তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক প্রাপ্তীতে মনোনীত হন। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে জন নিরাপত্তা বিভাগ েেথক প্রজ্ঞাপন আকারে এই পদক প্রাপ্তীর তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় পঞ্চগড় জেলার বোদা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোজাম্মেল হক রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদকে মনোনীত হওয়ায় তার র্কমস্থলের পুলিশের কর্মকর্তা,জেলা পর্যায়ের পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। আগামী ২ মার্চ প্রধান মন্ত্রী এই পদক প্রদান করবেন।বোদা থানায় যোগদানের আগে তিনি লালমনিরহাট জেলার আদিতমারি থানায় ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) হিসেবে দায়িত্ব পালন কালে অনেক সেবা মুলক কাজ করেছেন তিনি। এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মাজনক হিসেবে বিবেচিত হয়। পুলিশের সর্ব্বোচ স্বীকৃতি প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম)। পদকে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতি মাসে ভাতা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।