পীরগঞ্জ প্রতিনিধি ঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। সভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রানজীতিবিদ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। সভায় ৫০ তম বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়।