দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ‘বেসিক ফর গার্লস’ প্রকল্পের আওতায় মাতাসাগর পলকীয় কেন্দ্রের হলরুমে পাঁচজন অসহায় স্থানীয় ফেরিওয়ালা মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা উপকরণ সামগ্রী বিনামূল্যে বিতরণ ও তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
মহিলাদের ঋতুকালীন সময় স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এপি ক্লাস্টারের স্পেসিয়ালিষ্ট হান্না হেড় শিমু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বেসিক ফর গার্লস’ প্রজেক্টের প্রজেক্ট অফিসার লাকি হালদার। চেহেলগাজী ইউনিয়ন থেকে একজন, আউলিয়াপুর ইউনিয়ন একজন এবং দিনাজপুর পৌরসভা থেকে তিনজন স্থানীয় ফেরিওয়ালা মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সমাজের অসহায় ফেরিওয়ালা মহিলারা শিক্ষিত না হওয়ার কারণে তারা ঋতুকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলেন না। ফলে তাদের শরীরে নানা ধরনের বিষাক্ত ভাইরাস প্রবেশ করে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। সে কারণে তাদেরকে ঐ সময় সচেতন করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে যে সমস্ত উপকরণ ব্যবহার করতে হয় তা ওয়ার্ল্ড ভিশন প্রদান করছে। এ ব্যাপারে তারা নিজেরাই সচেতন হবেন এবং তাদের সহযোগীদের সচেতন করবে বলে আমার বিশ্বাস।