বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীরগঞ্জে জাতীয় পতাকা বিক্রির ধুম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৫, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। বিজয়ের চেতনায় ডিসেম্বর মাসের শুরু থেকে উপজেলার পৌরশহর সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও গ্রামগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা গেছে জাতীয় পতাকার ব্যবহার। বিজয় দিবসের দিনটিকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকার বেচাকেনা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে। ফেরিওয়ালারা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করছেন বিজয়ের নিশান হিসেবে।
ফরিদপুর জেলা থেকে পতাকা বিক্রি করতে আসা মৃত আবেদ ভূইয়ার ছেলে লাভলু ভূইয়ার সাথে বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বরে এলাকায় কথা হলে তিনি বলেন, জীবিকার জন্যই শুধু পতাকা বিক্রি করা নয়, পেশার মধ্যে রয়েছে দেশাত্মবোধ ও দেশপ্রেম।
প্রতিবছর ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ২৬ শে মার্চ ( স্বাধীনতা দিবস), একুশে ফেব্রুয়ারি (শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) ও পহেলা বৈশাখ, মুজিব বর্ষ উপলক্ষে তিনি ফেরি করে পতাকা বিক্রি করেন দেশের বিভিন্ন অঞ্চলে। তিনি ১৮ বছর ধরে দিবস গুলোতে পতাকা বিক্রি করে আসছেন আর বিজয় দিবস যতই ঘুনিয়ে আসে ততই তাদের জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। আকার ভেদে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কাগজের ছোট পতাকা ১৫-২০ টাকায় বিক্রি করেন। কাগজের বিজয় স্মৃতিসংবলিত ক্যাপ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। মাথায় পরার পতাকাসংবলিত রাবার ব্যান্ড বিক্রি হচ্ছে মানভেদে ২৫-৩০ টাকা। হাতের ব্যান্ড বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। ডিসেম্বর মাস শুরু থেকে আজ পর্যন্ত সব খরচ বাদ দিয়ে তার আয় থাকবে প্রায় তিন থেকে চার হাজার টাকা। গত বছরের তুলনায় এবার তার পতাকা বিক্রি বৃদ্ধি পেয়েছে। গতবছর করোনার প্রভাবে দিবস গুলো সীমিত আকারে পালিত হওয়াতে পতাকা বিক্রি কম হয়েছে বলে তিনি মনে করেন ।
বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালিপদ রায় বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বলেন, আমরা বেঁচে থাকার জন্য ভয়াবহ যুদ্ধ করেছি। ত্রিশ লাখ মানুষের জীবন ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম হয়েছে আমাদের সোনার বাংলাদেশ। আমরা পেয়েছি লাল- সবুজ পতাকা। সেই অনুভূতি আর সেই ভালোবাসা দেশের প্রতিটি মানুষের হৃদয়ে থাকার প্রয়োজন বলে মনে করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক

দিনাজপুরের সরকার পুকুরসহ এর আশেপাশের এলাকা অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

পীরগঞ্জে আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

বোচাগঞ্জে চোরাই মালামাল উদ্ধার আটক-৩

দিনাজপুরের বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী আর নেই \ আজ নামাজের জানাযা

বীরগঞ্জে মুরগী লালন পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বীরগঞ্জ পল্লীতে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমাদের কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর-এমপি গোপাল

ঠাকুরগায়ে করোনা ভাইরাসে ১০জন আক্রান্ত

বীরগঞ্জে প্রচন্ড শীতেও থেমে নেই বোরো ধান চাষাবাদ