শুক্রবার , ১২ জুলাই ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রানীশংকৈলে রাতের আঁধারে খোঁড়া হলো প্রাচীন মাজার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১২, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি\ রাতের আঁধারে দুর্বৃত্তরা খুঁড়েছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বিবি শখিনার মাজার। কংক্রিটের আস্তরণ ভেঙে প্রাচীন এই মাজারে প্রায় চার ফুট গভীর করা হয়েছে। কারা, কী কারণে এই কাজ করেছে জানেন না এলাকাবাসী।
বিবি শখিনার মাজার রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় অবস্থিত। এই মাজার দুর্বৃত্তদের খোঁড়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারি।
সরেজমিনে জানা গেছে, সন্ধ্যারই সাতঘরিয়া এলাকার কবরস্থানের একটি পুকুরের পাশে বিবি শখিনার মাজার কংক্রিটের আস্তরণ দিয়ে তৈরি করা। এই মাজারের মধ্যখানের আস্তরণ ভেঙে প্রায় চার ফুট মাটি খোঁড়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। এই খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক মানুষ ভিড় করছেন।
স্থানীয়দের ধারণা, মাজার খোঁড়ার ঘটনা গতকাল বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘটিয়েছে। কী কারণে মাজার খোঁড়া হয়েছে তা জানেন না এলাকাবাসী। গতকাল দিনের বেলা বিবি শখিনার মাজার ঠিক ছিল। কিন্তু আজ সকালে তাঁরা দেখতে পান মাজারের ঠিক মাঝখানে প্রায় চার ফুট গর্ত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সোহেল আলী ও রুবেল আলী জানান, বিবি শখিনার মাজার কবে স্থাপিত হয়েছে সঠিক ইতিহাস তাঁরা জানেন না। এই মাজারকে কেন্দ্র করে কবরস্থান ও ঈদগাঁ মাঠ গড়ে উঠেছে। এখানে মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে পালন করে আসছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, মাজারে কোনো মানত করলে উপকার পাওয়া যায়। অনেকে মাজারে এসে দোয়াদরুদ পড়েন। এর পরিচর্যা করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল বারি বলেন, ‘বিবি শখিনা নামক মাজার প্রাচীনকালের। এখানে মানুষ এসে দোয়াদরুদ পড়ে মানত করে। শুনেছি অনেকে উপকার পায়। এই মাজার কে বা কারা রাতের আঁধারে খনন করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার জন্য জানানো হয়েছে।’
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। পুলিশ পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করলো দূবৃত্তরা

বোচাগঞ্জ হাসপাতালে ইসিজি মেশিন প্রদান করলেন এসএসসি ৯০ এর ব্যাচ

স্তন ক্যান্সার সচেতনতা দিবসে র‌্যালী ও সেমিনার

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল

হাবিপ্রবিতে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে নাটিকা প্রদর্শন

অবৈধভাবে উত্তোলনকৃত বালুর ঢিপি নিলামে বিক্রি করলেন বোচাগঞ্জের ইউএনও

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

হরিপুর উপজেলা আ’লীগ: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল